Digha Beach : দিঘায় এবার গোয়ার স্বাদ! প্রমোদতরীতে হবে বিলাস ভ্রমণ, জানুন কবে থেকে
বাঙালির অন্যতম পছন্দের গন্তব্য দিঘা। সারা বছরই দিঘা থাকে পর্যটকে ঠাসা। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দিঘাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্য সরকারের তরফে দিঘাতে জগন্নাথ মন্দির তৈরির কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রীষ। এবার পর্যটকদের জন্য আরও এক সুখবর। গোয়ার ধাঁচে দিঘাকে সাজিয়ে তুলতে সমুদ্রে নামতে চলেছে ঝাঁ চকচকে প্রমোদতরী। জানা গিয়েছে, […]