Gujarat: মেয়ের অশ্লীল ভিডিও ছড়ানোর প্রতিবাদ, বিএসএফ জওয়ানকে পিটিয়ে খুন গুজরাটে
মেয়ের সম্মানরক্ষায় প্রাণ দিতে হল বাবাকে! নৃশংসভাবে এক সেনা জওয়ানকে পিটিয়ে খুন করা হল গুজরাটে (Gujarat)। এই ঘটনাটি ঘটেছে খেড়া জেলার নাদিয়াদ এলাকায়। মৃতের নাম মেজলিভাই ভাগেলা। তিনি বিএসএফের একজন জওয়ান। তাঁর ১৫ বছর বয়সি মেয়ের একটি অশ্লীল ভিডিও সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। তাতে ওই কিশোরীর সঙ্গে সমবয়সি এক কিশোরকেও দেখা গিয়েছিল। সে মেজলিভাইয়ের নাবালিকা মেয়ের […]