Mamata Banerjee: স্পেন যাওয়ার আগেই পুজোর আমেজ! ‘বিশ্ব বাংলা’ স্টলে দুর্গামূর্তিতে চক্ষুদান মুখ্যমন্ত্রীর
দমদম বিমানবন্দরে গেলেই ‘বিশ্ব বাংলা’র (Biswa Bangla) স্টলে একবার ঘুরেই আসেন মুখ্যমন্ত্রী। কিছু পছন্দ হলে উপহার দেওয়ার জন্য তা কিনে নেন। এবারও তার ব্যতিক্রম হল না। তবে বিমান বিলম্ব হওয়ায় এবার হাতে সময় একটু বেশি ছিল। আর সময়ের সদ্ব্যবহার করে ফেললেন মুখ্যমন্ত্রী। ‘বিশ্ব বাংলা’ স্টলে রাখা ছোট, মাটির দুর্গামূর্তিতে চক্ষুদান (Eye Drawing)করলেন। ছোট মূর্তিতেও লাল […]