Farmer’s Protest: ‘কৃষকেরা অন্নদাতা, অপরাধী নন’, আন্দোলনের পক্ষে ‘ভারতরত্ন’ স্বামীনাথনের মেয়ে
সম্প্রতি ‘সবুজ বিপ্লবে’র জনক তথা কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথনকে (MS Swaminathan) ‘ভারতরত্ন’ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই স্বামীনাথনের মেয়ে মধুরা স্বামীনাথন কৃষক আন্দোলনের পাশে দাঁড়ালেন। মধুরার কথায়, কৃষকরা দেশের অন্নদাতা, তাঁদের সঙ্গে অপরাধীসুলভ আচরণ করা যায় না। গতকাল থেকেই কৃষক আন্দলনে উত্তাল পাঞ্জাব, হরিয়ানা লাগোয়া দিল্লির সীমানা। কৃষকরা ‘দিল্লি চলো’ […]