Mahesh Babu: ‘বলিউড তাঁর পারিশ্রমিক দিতে পারবে না’, জানেন তেলুগু সুপারস্টারের পারিশ্রমিক কত?
আগেই বোমা ফাটিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। বলেছিলেন, হিন্দি ছবির ইন্ডাস্ট্রি তাঁর সঠিক মূল্য বুঝতে পারবে না। তাঁকে উপযুক্ত পারিশ্রমিকও দিতে পারবে না বলিউড। তাই মনের টান যেখানে, সেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই থাকতে চান। তেলুগু তারকার এ হেন মন্তব্যে শোরগোল পড়তে দেরি হয়নি। অনেকেই এ বার পাল্টা তোপ দেগেছেন মহেশের বিরুদ্ধে। তাঁদের প্রশ্ন, বলিউডে তো ‘উপযুক্ত […]