Manu Bhaker: কংগ্রেস ঘেঁষা! খেলরত্নের মনোনয়নে নাম নেই মানু ভাকেরের

MANU

এবার প্যারিস অলিম্পিকে ভারতের জার্সিতে মানু ভাকের নিজেরে সেরাটা দিয়েছেন। টোকিও অলিম্পিকে যেই মানু বন্দুকের সমস্যার জন্য পারফর্ম করতে পারেননি, সেই মানু এবার প্যারিসে শুধু নামলেন না, জোড়া পদক জিতেছেন। কিন্তু বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করলেও মানু ভাকেরের মুকুটে অবশ্য নতুন পালক যোগ হচ্ছে না। কারণ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের নমিনেশনে নেই তাঁর নাম। […]