Makar Sankranti: মকর সংক্রান্তির মেলায় দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ১, আহত বহু

odisha

মকর সংক্রান্তির মেলায় হুড়োহুড়ির ভয়ংকর পরিণতি। পায়ের চাপে পিষ্ট হয়ে প্রাণ হারালেন ১ জন। আহত কমপক্ষে ১২ জন। এদের বেশ কয়েকজনের আঘাত গুরুতর। শনিবার এমন মর্মান্তিক ঘটনা ঘটে ওড়িশার কটক জেলার আথাগড়ের গোপীনাথপুর-বাদমবা টি ব্রিজের কাছে। মকর সংক্রান্তির ওই মেলা উপলক্ষ্যে বাদামবায় জমায়েত হয়েছিলেন লাখ খানেক মানুষ। মেলা চলাকালীন আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতেই […]