Priyanka Chopra: প্রথম মেয়ের মুখ সামনে আনলেন প্রিয়াঙ্কা, কার মত দেখতে মালতি?
অবশেষে একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী তথা পপ তারকা নিক জোনাসও। প্রিয়াঙ্কা জানিয়ে ছিলেন, ক্য়ামেরা থেকে দূরে রাখবেন মালতীকে। একটু বড় হলে তবেই প্রকাশ্য়ে আনবেন মেয়েকে। কথা রাখলেন প্রিয়াঙ্কা। […]