Bihar: ১০ জনকে মেরে অবশেষে মরল মানুষখেকো বাঘ, লোম ছিঁড়ে উল্লাসে মাতল গ্রামবাসীরা!
অবশেষে খতম ঘাতক। গুলি ছুঁড়ে বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের মানুষখেকো বাঘটিকে (Man-eater Tiger) বধ করা হল। আর তারপর গ্রামবাসীরা বাঘের লোম ছিঁড়ে উল্লাসে মেতে উঠল। গত ১২ সেপ্টেম্বর থেকে বাঘটি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল।গত শুক্রবার, আখ ক্ষেতে কর্মরত বছর পয়ত্রিশের এক ব্যক্তিকে টেনে নিয়ে বাঘটি। কিছু দূরে ওই যুবকের ঘাড় ভাঙা মৃতদেহ উদ্ধার হয়। অথচ, […]