Karnataka: হইচই করে প্রেমিকার জন্মদিন পালন, তারপরেই গলা কেটে খুন করল প্রেমিক
হইচই করে বান্ধবীর জন্মদিন পালন করার কিছুক্ষণ পরে সেই তরুণীকেই গলার নলি কেটে খুন করলেন খোদ প্রেমিক। ভয়াবহ ঘটনার সাক্ষী হল দক্ষিণের রাজ্য কর্ণাটকের (Karnataka) বেঙ্গালুরু (Bengaluru) শহর। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। মৃত তরুণীর নাম নভ্যা। ২৬ বছর বয়সি ওই তরুণী কনকপুরা এলাকার বাসিন্দা। কর্মসূত্রে […]