Manabjamin: মুক্তি পেল শ্রীজাত পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এর টিজার

MAONB

মুক্তি পেল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম পরিচালিত ছবি, ‘মানবজমিনের'(Manabjamin) অফিসিয়াল টিচার। মাত্র ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারের ‘মনরে কৃষি কাজ জানো না’ রামপ্রসাদের এই গানটি ভেসে আসে। যে গানের সঙ্গে বাঙালির সম্পর্ক চিরন্তনের। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), প্রিয়াঙ্কা  সরকার (Priyanka Sarkar), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), খরাজ মুখোপাধ্যায়, সৃজিত […]