আজ বিয়ের পিঁড়িতে মৌনি রায়, হবু বর সূরজকে জড়িয়ে ধরে আদর বঙ্গ তনয়ার
বিয়ের পিঁড়িতে বসার কয়েক ঘণ্টা আগে হবু স্বামীর সঙ্গে ছবি দিলেন মৌনী রায়। এই প্রথম নিজের বিয়ে এবং প্রেম নিয়ে প্রকাশ্যে পোস্ট করলেন কোচবিহারের কন্যে। অনুরাগীদের সঙ্গে পরিচয় করালেন তাঁর হবু স্বামী সূরজ নাম্বিয়ারের। ছবি দিলেন ইনস্টাগ্রামে। গোয়ার হিলটন রিসর্টে বসেছে এই বিগ ফ্যাট ওয়েডিং-এর আসর। বুধবার গভীর রাতে প্রাক-বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে […]