Allahabad High Court: ধর্ষিতা কি মাঙ্গলিক? জ্যোতিষীর কাছে রিপোর্ট চায় হাই কোর্ট! বিস্মিত’ সুপ্রিম কোর্ট
ধর্ষিতা মাঙ্গলিক কি না, তা জানাতে জ্যোতিষ বিভাগকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই ‘অপ্রাসঙ্গিক’ নির্দেশকে খারিজ করে বিচারের দরবারকে বড় লজ্জার হাত থেকে বাঁচাল সুপ্রিম কোর্ট। আদালতে নির্যাতিতার অভিযোগ ছিল তাঁর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন অভিযুক্ত। মামলা ওঠে হাই কোর্টে। অভিযুক্তের আইনজীবী আদালতে সওয়াল করেন অভিযোগকারিণী মাঙ্গলিক বলে তাঁর মক্কেল বিয়ে করতে রাজি হননি। […]