Travel: চলুন ঘুরে আসা যাক ভারতের ‘মিনি ইজরায়েল’ থেকে
কাসোল পার্বতী নদীর তীরে অবস্থিত হিমাচলের একটি অদ্ভুত ছোট্ট গ্রাম। এই অঞ্চলটি তার রোমাঞ্চকর ট্রেক, স্বাদযুক্ত খাবার, গর্জনকারী নদী এবং হৃদয়গ্রাহী মানবতার জন্য পরিচিত। কাসোলে ট্রেকিংয়ের রোমাঞ্চকে আলিঙ্গন করা থেকে শুরু করে সারাজীবনের স্মৃতি তৈরি করা পর্যন্ত অনেক কিছু করার আছে – যা এই সুখের আবাসে একত্রিত হয়। ই্জরায়েলি পর্যটকদের বেশী আগমনের কারণে কাসোল মিনি […]