Manobjamin: দিগন্তরেখার সামনে কাঁটাতারের বেড়া, মুক্তি পেল শ্রীজাত-র মানবজমিন’-এর পোস্টার

MAONOBJOMIN

কবি থেকে এবার পরিচালক শ্রীজাত (Srijato Bandyopadhyay) । মুক্তি পেল তাঁর প্রথম ছবি ‘মানবজমিন’ (Manobjomin)-এর প্রথম পোস্টার । আর পোস্টার প্রকাশ্যে আসতেই তা দর্শকদের নজর কেড়েছে । বিস্তীর্ণ সবুজ প্রান্তরে একটি কাঁটাতারের বেড়া, আর তার ঠিক সামনে খোলা আকাশের নিচে টিনের দরজা ধরে দাঁড়িয়ে দুই নারী-পুরুষ, কুহু আর সঙ্কেত। সবুজ দিগন্তের দিকে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। […]