Haryana Crisis: ‘শরিকি কোন্দলে’ ইস্তফা খাট্টারের, পাঁচ মন্ত্রী নিয়ে শপথ সাইনির
লোকসভা ভোটের আগে মহানাটক হরিয়ানায় (Haynana)। শরিক দলের সঙ্গে আসন রফা নিয়ে সংঘাতে মঙ্গলবার সকালে ইস্তফা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার (Manohar Lal Khattar)। মুখ্যমন্ত্রীর ইস্তফার পরেই গোটা মন্ত্রিসভা পদত্যাগ করেছে বলে জানা গিয়েছে। বিকেলে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা নায়েব সিং সাইনি।চণ্ডীগড়ের রাজভবনে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় শপথবাক্য পাঠ করান তাঁকে। সাইনির […]