Twinkle Khanna-Akshay Kumar: ২১ বছরের বিবাহবার্ষিকীতে টুইঙ্কেলকে এ কী প্রশ্ন করলেন অক্ষয়!
সোমবার অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার ২১ তম বিবাহবার্ষিকী। আর পাঁচটা দম্পতির থেকে তাঁদের জার্নিটা আলাদা, সোশ্যাল মিডিয়ায় সোমবার একথা লেখেন টুইঙ্কল। কোথায় তাঁরা বাকিদের থেকে আলাদা সেকথাও লেখেন মিসেস ফানি বোনস। অক্ষয়ের সঙ্গে একটি ক্যাফেতে সময় কাটানোর ছবি শেয়ার করে তাঁদের মধ্যে যে কথোপকথন চলছিল তাই শেয়ার করেন টুইঙ্কল। ছবির সঙ্গে বিবরণেই টুইঙ্কল লিখেছেন […]