Viral: কেরলে রিয়ালিটি শোয়ে মালায়লম গান গেয়ে খ্যাতির আলোয় মুর্শিদাবাদের মাসাদুল
বাংলা থেকে কেরালা গিয়েছিলেন কাজে। পেশায় পরিযায়ী শ্রমিক মাসাদুল শেখ। সেখানে গিয়েই এক রিয়ালিটি শো-তে অংশগ্রহণ করেছেন। মালায়লম ভাষায় গান গেয়ে রিয়ালিটি শোয়ের মঞ্চ মাতালেন মাসাদুল। তাঁর গানে মুগ্ধ শো-এর বিচারকেরা। নেটমাধ্যমে তাঁর প্রশংসার বন্যা। ডোমকালের একটি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর মাসাদুল মুর্শিদাবাদের ইসলামপুর কলেজ ভর্তি হয়েছিলেন। কিন্তু অর্থের অভাবে সেখানেই […]