Masked Aadhaar: ‘ভুল ব্যাখ্যার সম্ভাবনা’, বিতর্কের মুখে আধার সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার
![adhar 2](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/05/adhar-2.jpg)
বিতর্কের মুখে আধার কার্ড সংক্রান্ত অ্যাডভাইসরি প্রত্যাহার করে নিল কেন্দ্র। যে অ্যাডভাইসরিতে লাইসেন্সহীন বেসরকারি সংস্থার কাছে আধার কার্ডের ফোটোকপি জমা না দেওয়ার পরামর্শ দেওযা হয়েছিল। গত ২৭ মে কেন্দ্র একটি নির্দেশিকা জারি করে জানায়, অপব্যবহার রুখতে কোনও প্রতিষ্ঠানকে আপনার আধারের প্রতিলিপি দেবেন না। তাতে প্রতারণা ও জালিয়াতির সম্ভাবনা থাকে। জানানো হয়েছিল, যে সংস্থাগুলি ইউআইডিএআইয়ের থেকে […]