Pune Accident : হাইওয়েতে হাড়হিম দুর্ঘটনা,একসঙ্গে দুমড়ে-মুচড়ে গেল ৪৮টি গাড়ি

accident

পুণেতে ভয়াবহ দুর্ঘটনা (Massive Accident in Pune)! একসঙ্গে ৪৮টি গাড়িতে ধাক্কা মারল একটি ট্যাঙ্কার। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পুণের নাভালে ব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। অন্তত ৩০ জন এই ঘটনায় জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, পুণে-বেঙ্গালুরু হাইওয়ের (Pune Bengaluru Highway) উপর আচমকা ব্রেকফেল করেছিল ট্যাঙ্কারটি। সেইজন্যই এত বড় দুর্ঘটনা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলে হাজির […]