IPL 2023: ফের ভারতীয় ক্রিকেটে গড়াপেটার ছায়া! আরসিবি তারকা পেলেন জুয়াড়ির মোটা টাকার প্রস্তাব
তাঁর প্রয়োজন ভারতীয় দলের অন্দরমহলের সব খবর। আর সেই বুঝেই সে বেটিং করবে! হায়দরাবাদের এক বাস ড্রাইভারের কাছ থেকে এমনই প্রস্তাব পেয়েছেন জাতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। প্রাক আইপিএল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওয়ানডে সিরিজ চলাকালীনই সিরাজকে দেওয়া হয়েছে এই অসাধু প্রস্তাব। আর সিরাজ এই ঘটনার কথা জানিয়েছেন বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখায় […]