ফুরিয়েছে লিজের মেয়াদ, ৯০ বছর বয়েসী পদ্মশ্রী প্রাপককে ‘ঘর ছাড়া’ করল কেন্দ্র
কয়েক দশক আগে আটজন বিশিষ্ট শিল্পীকে সরকারি আবাসন (Eviction) দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০১৪ সালে সরকার সিদ্ধান্ত নেয়, তাঁদের আর ওই আবাসনে থাকতে দেওয়া হবে না। সম্প্রতি তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে, ২ মে-র মধ্যে আবাসনগুলি খালি (Eviction) করে দিতে হবে। ইতিমধ্যে যাঁদের উচ্ছেদ (Eviction) করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন ৯০ বছর বয়সী ওড়িশি নৃত্যশিল্পী গুরু মায়াধর […]