Kanwar Yatra: কানোয়ার যাত্রার পথে মসজিদ – মাজার ঢাকল সাদা কাপড়ে! বিতর্কের মুখে সিদ্ধান্ত বদল

ফের বিতর্ক কানোয়ার যাত্রা ঘিরে। নামোল্লেখ ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খাও্য়ার পর নয়া কাণ্ড উত্তরখণ্ড প্রশাসনের। উত্তরাখণ্ডের হরিদ্বারে কানোয়ার যাত্রার (Kanwar Yatra) পথে মসজিদ – মাজার সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। যদিও বিতর্ক শুরু হতেই ওই আবরণ সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার হরিদ্বারের জ্বালাপুর এলাকায় দু’টি মসজিদ এবং একটি মাজারের সামনে বাঁশের […]