MCD: অর্ধেকের বেশি আসন জয়েরপথে আপ, দিল্লি পুরসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির
সম্পূর্ণ ফল সামনে আসেনি। তবে প্রবণতা বলছে সাহস হাসি হাসবেন কেজরিওয়াল। বুথফেরত সমীক্ষাতেও সেই ইঙ্গিতই মিলেছিল। তেমন পথেই যাচ্ছে ফল। ২৫ বছর দিল্লি পুরসভা থেকে সরে যেতে হবে বিজেপি। নিঃসন্দেহে রাজনৈতিক দিক দিয়ে এটি তাৎপর্যপূর্ণ। কেজরিওয়াল যে তার রাজনৈতিক জমি মজবুত করছেন এই প্রবণতা তা প্রমাণ করছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের(MCD) ভোট […]