Mecca Masjid: মক্কা মসজিদ নয়, ‘মক্কেশ্বর’ মহাদেবের মন্দির! দাবি পুরীর শঙ্করাচার্যের
জ্ঞানবাপী (Gyanvapi Masjid) নিয়ে বিতর্কের রেশ মিটতে না মিটতেই এ বার সৌদি আরবের (UAE) মক্কায় শিবমন্দির আছে বলে উঠে গেল দাবি। এই বিষয় নিয়ে আলোচনার দাবিও জানালেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ। রবিবার রাজস্থানে (Rajasthan) হিন্দু রাষ্ট্র নিয়ে একটি আলোচনাসভায় এই দাবি তোলেন তিনি। রবিবার রাজস্থানের একটি শহরে আয়োজিত হয়েছিল হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনাসভা। সেখানে আমন্ত্রিত ছিলেন […]