Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু এক শিশু সহ দু’জনের
ছুটির দিনে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল হলদিয়া মেচেদা। ৪১ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশু সহ দু’জনের। দুর্ঘটনাটি রবিবার দুপুর দেড়টা নাগাদ হলদিয়া মেচেদা ৪১ নং জাতীয় সড়কের হাঁসগেড়িয়া সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, রবিবার দুপুরে মেচেদা-হলদিয়া ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে হলদিয়ার দিকে যাচ্ছিল ডাম্পারটি। হাঁসাগেড়িয়া এলাকায় প্রচুর পুলিশ নিরাপত্তার দায়িত্বে […]