Aamir Khan: মানসিক শান্তি পেতে নেপালে ধ্যান করতে গেলেন মিস্টার পারফেকশানিস্ট
আমির খান মুম্বইছাড়া! আরও স্পষ্ট করে বললে… তিনি দেশেও নেই! যদিও তারকাদের বাইরে যাওয়া কোনও ঘটনা নয়। আমিরও আলাদা নন! কিন্তু জানা গিয়েছে, তিনি নাকি কাঠমান্ডু গিয়েছেন। না, কোনও শ্যুটিংয়ের জায়গা খুঁজতে নয়। নিজে কোনও ছবি বা বিজ্ঞাপনী ছবির শ্যুটিং করতেো যাননি। খবর, আমির নাকি ধ্যান করবেন বলে কাঠমান্ডু গিয়েছেন! কাঠমান্ডুর বুঢানিলকণ্ঠে (Budhanilkantha) নেপাল বিপাসনা […]