Coal Smuggling Scam: মাঝরাতে ইডি দপ্তরে অভিষেকের শ্যালিকা, তলব করেও অফিসে ছিলেন না আধিকারিকরা!

MENAKA

শনিবার ব্যাঙ্ককে যেতে বাধা দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। এরপর রবিবারই তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। মেনকাকে নাকি রাত ১২টা ৩০ মিনিটে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। এই আবহে নিজের আইনজীবীকে নিয়ে গতরাতে ১২টা ১০ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। তবে তখন সিজিও কমপ্লেক্স তালাবন্ধ। একটি টিভি চ্যানেলে এই প্রসঙ্গে মেনকা বলেন, ‘‘আমায় […]