Koo Banned: টুইটারে নিষিদ্ধ ভারতীয় সাইট ‘কু’! ক্ষোভ উগরে দিলেন সংস্থার সহ-কর্ণধার
ভারতীয় মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম কু (Koo)-এর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইলন মাস্কের মাইক্রো-ব্লগিং সাইট টুইটার (Micro-Blogging Site Twitter)। টুইটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কু-এর সহ-কর্ণধার। মাল্টি-বিলিয়নিয়র ইলন মাস্ক (Elon Musk) টুইটার কেনার পর থেকে এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটে একাধিক পরিবর্তন এনেছেন, নিয়েছেন একাধিক সিদ্ধান্ত। শুক্রবার মাস্ক বিশ্বের বিভিন্ন খ্যাতনামা সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছেন। সেই তালিকায় […]