Koo: আর ‘কু’ ডাকবেন না মোদী-মিত্ররা! বন্ধ হয়ে গেল টুইটারকে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখা অ্যাপ
ভারতীয় স্টার্টআপ জগতে দুঃসংবাদ। বন্ধ হয়ে গেল দেশিয় মাইক্রোব্লগিং স্টার্টআপ ‘কু’ (Koo)। বুধবার (৩ জুন), লিঙ্কডইনে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা অপ্রমেয় রাধাকৃষ্ণ এবং মায়াঙ্ক বিদাওয়াটকা জানিয়েছেন এদিন থেকে তাদের সব পরিষেবা বন্ধ হয়ে গেল। অথচ, মাত্র দুই বছর আগেই টুইটারকে হারানোর দৌড়ে ছিল তারা। সেই সময় কু-এর লাইক রেশিও ছিল ১০ শতাংশ, টুইটারের থেকে ৭-১০ গুণ বেশি। […]