midday meal : মিড–ডে মিলের চাল চুরি, ধরা পড়লেন প্রধানশিক্ষক
স্কুলের বাচ্চাদের মিড–ডে মিলের(midday meal) চাল চুরি করে সেই চালের ভ্যাট কুকুরকে খাওয়াতেন বলে অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।বৃহস্পতিবার তা নিয়ে তোলপাড় হয় পরিস্থিতি। এই ঘটনার কথা জানতে পেরে প্রতিবাদ করেন স্কুলের খোদ সহ–শিক্ষক। আর তাই তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল প্রধানশিক্ষক ও তাঁর সহধর্মিণীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে স্কুলের প্রধান […]