চলে গেলেন অক্ষয় কুমারের হেয়ার স্টাইলিস্ট, পরিবারের দায়িত্ব নিলেন অভিনেতা

milan yadav1

প্রয়াত অক্ষয় কুমারের হেয়ার স্টাইলিস্ট মিলন যাদব। প্রায় ১৫ বছর ধরে অক্ষয়ের হেয়ার স্টাইলিস্ট ছিলেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। মিলনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন অক্ষয় (Akshay Kumar)। অক্ষয় লিখলেন, ‘তোমার অদ্ভুত হেয়ারস্টাইলের জন্য মানুষ তোমায় আলাদা করে চিনতে পারত। তোমার ওই হাসি, আমার চুল যেন ঘেঁটে না […]