IT Raid: ভোটের আগে কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা, উদ্ধার লক্ষ লক্ষ টাকা

ভোটের মুখে শহরে ফের আয়কর হানা। দক্ষিণ কলকাতার(South kolkata) চেতলার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে লাখ লাখ টাকা উদ্ধার করলেন আয়কর আধিকারিকরা (IT) । ওই ব্যবসায়ীর ছাতুর ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে। লোকসভা ভোটের ঠিক আগে তাঁর বাড়িতে এত টাকা কেন? তিনি তার সদুত্তর দিতে পারেননি বলেই খবর। তাঁর আয়ের সঙ্গে ওই টাকার সঙ্গতি পাওয়া […]