Mimi-Nusrat: সম্পর্কে চিড় কি শুধুই গুঞ্জন? প্রায় এক বছর পর একসঙ্গে ফ্রেমবন্দি মিমি-নুসরত
টলিপাড়ায় একসময়ের মোস্ট টকড বিবিএফ (বেস্ট ফ্রেন্ড ফরেভার) জুটি মিমি চক্রবর্তী আর নুসরত জাহান মধ্যে দূরত্ব আসা নিয়ে চর্চা কম হয়নি। দুই ‘বোনুয়া’র আলাদা হয়ে যাওয়া বেশ কষ্টই দিয়েছিল অনুরাগীদের। টলিপাড়ার অন্দরের খবরও বলে একে-অপরকে বেশ কিছুটা এড়িয়ে চলেন তাঁরা। এমনকী কোনও অনুষ্ঠানে মুখোমুখি হলেওএ শুধুই সৌজন্য সাক্ষাৎ। তার বেশি কিছু না। তবে ২১ জুলাইয়ের […]