Bihar Shootout: ৪০ মিনিটে জাতীয় সড়কে গুলিবিদ্ধ ১১, মৃত ১! হাড়হিম করা ঘটনা পড়শি রাজ্যে
এক জন বাইক চালাচ্ছেন, অন্য জন পিছনে বসে পথচলতি মানুষকে লক্ষ্য করে পর পর গুলি চালাচ্ছেন। আর একের পর এক ব্যক্তি সেই গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়ছেন। ঠিক যেন বলিউডি কোনও ছবির দৃশ্য! না, এটা কোনও ছবির শ্যুটিং ছিল না। বাস্তবেই এমন ঘটনা ঘটেছে বিহারের বেগুসরাইয়ে ২৮ নম্বর জাতীয় সড়কে। সন্ধ্যা তখন ৬টা। এনএইচ ২৮ […]