Miss Portugal: ‘মিস পর্তুগাল’ হলেন ট্রান্সজেন্ডার মারিনা
প্রথমবারের মতো মিস ইউনিভার্স পর্তুগাল খেতাব জিতলেন ট্রান্সজেন্ডার নারী মারিনা মাচেতে(Transgender Woman Crowned Miss Portugal)। তিনি এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে পর্তুগালের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। বৃহস্পতিবার পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় ইভোরার বোরবাতে মিস ইউনিভার্স পর্তুগালের চূড়ান্ত পর্বে প্রথম হন তিনি। ২৮ বছর বয়সী মারিনা পেশায় বিকানসেবিকা । বিজয়ী হওয়ার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে এক […]