Mohali Blast: পঞ্জাবের গোয়েন্দা সদরে গ্রেনেড হানা, চলছে ফরেন্সিক পরীক্ষা

mohali

বিস্ফোরণ হল মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতর। আপাতত পুরো এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ। রকেট চালিত গ্রেনেড হানায় দফতরের কাচের জানালা তছনছ হলেও, হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাস্তা থেকে সদর দফতর তাক করে গ্রেনেডটি ছোড়া হয়েছিল। ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্তে নেমেছেন। মোহালি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, […]