Pallavi Dey: পল্লবীর মৃত্যুর জের, ‘মন মানে না’ সিরিয়ালে গৌরীর ভূমিকায় নতুন মুখ কে?
অভিনেত্রী পল্লবী দের (Actress Pallavi Dey) মৃত্যুর জেরে বদলে যাচ্ছে ‘মন মানে না’ সিরিয়ালের চিত্রনাট্য। আসন্ন জুন মাসেই ধারাবাহিকটি শেষ হওয়ার কথা ছিল। ধারাবাহিকে গৌরীর ভূমিকায় অভিনয় করতেন পল্লবী। অভিনেত্রীর মৃত্যুর পর সিরিয়ালের চিত্রনাট্য পালটে ফেলতে হচ্ছে। শুক্র-শনিবার ছুটি ছিল ‘মন মানে না’র ইউনিটের। রবিবার সকাল থেকেই পর্দার গৌরীর খোঁজ শুরু, সময়ে না পৌঁছানোয় একের […]