Money Heist : রাস্তায় উড়ছে ৫০০- ২০০০-র নোট! হুড়োহুড়ি বাসিন্দাদের, মাথায় হাত পুলিশের
এটিএম উপড়ে টাকা নিয়ে রওনা দিয়েছে দুষ্কৃতীরা(ATM Theft)। পুলিশের ভ্যান ধাওয়া করতেই অভিনব পদ্ধতি অবলম্বন করল চোরেরা (money heist)। রাস্তাতেই ছড়িয়ে দিল টাকা। আকাশে উড়তে থাকা টাকা কুড়োতে হুড়োহুড়ি শুরু করে দিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের আটকাবেন নাকি চোরেদের ধরবেন, তা ভাবতেই হিমশিম খেয়ে গেলেন পুলিশ কর্মীরা (Police)। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার (Telangana) জাগতিয়াল জেলায়। […]