Viral Video: গানে মুগ্ধ হয়ে পল্লীগীতি শিল্পীর ওপর ‘টাকার বৃষ্টি’! ৪ কোটি টাকা উড়ল অনুষ্ঠান মঞ্চে
উড়ে আসছে শুধু টাকা। কোনওটা, ৫০ টাকার নোট, কোনওটা ১০০, কোনও তার চেয়ে বেশি, আবার কোন নোট ২০ টাকার। মুখের ওপর, মাথার ওপর, বাদ্যযন্ত্রের ওপর পড়ছে শুধু টাকা, আর তারই মাঝে গানের সুরে মাতাচ্ছেন পল্লীগীতি শিল্পি গীতা রাবারি। গুজরাটের কচ্ছে সদ্য আয়োজিত হয়েছে এক অনুষ্ঠান। সেখানের ভিডিয়ো গীতা নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। যেখানে গীতাকে কেন্দ্র […]