‘মনিকা, ও মাই ডার্লিং’-এর সুরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নৌবাহিনীর আধিকারিকদের, বিতর্ক
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুশীলন চলছে। নয়াদিল্লির বিজয় চকে। নৌ সেনার পোশাকে অনুশীলনে অংশ নিয়েছেন সেনা জওয়ানরা। সেখানে কী গান বাজছে? শুনে আপনিও চমকে উঠবেন। ‘মনিকা ও মাই ডার্লিং।’ স্বাভাবিক ভাবেই সেই ভিডিয়ো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শনিবার সেই ভিডিয়ো কেন্দ্রীয় সরকারের ‘MyGovIndia’ টুইটার হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়। সেই ভিডিয়োর সঙ্গে লেখা হয়, ‘কী দুর্দান্ত […]