Monkeypox in India: কী এই অসুখ, কীভাবে ছড়ায়, হস্তমৈথুন নিয়ে কেন সাবধান করা হয়েছে, জানুন বিস্তারিত
ভারতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে কেরলে। তার পরেই দক্ষিণ ভারতের রাজ্যে উচ্চপর্যায়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দল পাঠাতে চলেছে কেন্দ্র। কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই মাঙ্কিপক্স? এই রোগটি সম্পর্কে কী কী জেনে রাখা দরকার। কী এই মাঙ্কিপক্স? বিরল রোগ মাঙ্কিপক্স আসলে জলবসন্তের মতোই। তবে এর ভয়াবহতা জলবসন্তের চেয়ে একটু কম। এটি এক ধরনের ‘জুনোসিস’ […]