Shob Choritro: প্রকাশ্যে প্রথম মোশন পোস্টার, অন্য চেহারায় ধরা দিলেন অনির্বাণ ও ইমন

shob1

প্রকাশ্যে এল অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborti) অভিনীত এবং দেবাশিস সেন শর্মা (Debasish Sen Sharma) পরিচালিত ওয়েব সিরিজ ‘শব চরিত্র’-এর (Shob Choritro) প্রথম মোশন পোস্টার। বেশ অন্যরকমভাবে এই  পোস্টারে আত্মপ্রকাশ করতে দেখা যাচ্ছে অনির্বাণ চক্রবর্তীকে। এক লেখকের ভূমিকায় এই সিরিজে অভিনয় করবেন তিনি। মোশন পোস্টারের চিত্রগ্রহণের সঙ্গে আকর্ষণ করছে আবহ সঙ্গীতও। ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এ দেখা যাবে […]