হাওয়া কলের ভিতর নাচবেন স্বপ্লবসনা সুন্দরীরা! Moulin Rouge-এ রাত কাটাতে চান?
উজ্জ্বল লাল রংয়ের হাওয়াকল। যে হাওয়াকলের ভিতরে এক নাচমহল। যেখানে প্রতি রাতে বিশ্বের সেরা অপ্সরীরা উহ্-ট্রালা-লা ক্যাবারে পরিবেশন করতেন। মিউজিকের তালে আধো আলোর নেশায় ক্ষীণকটির নর্তকীরা যেখানে নিরাভরণ হতেন। পানপাত্র থেকে ছলকে উঠত মদিরা। আরও মোহময়ী হয়ে উঠত প্যারিসের রাত। ঐতিহাসিক, অসংখ্য স্মৃতিবিজরিত সেই লাল হাওয়াকল মুলাঁ রুজে এবার রাতকাটানোর সুযোগ করে দিচ্ছে একটি ভ্রমণ […]