জটাধারী চুল, হাতে ধনুক! গ্রাফিক নভেলের সুপার হিরোর চরিত্রে ধরা দিলেন MS Dhoni
ইতিমধ্যে IPL-র টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু, তার আগেই নয়া চমক নিয়ে এলেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োয় তাঁকে সুপারহিরো তথা যোদ্ধার ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। গ্রাফিক নভেলের লেখক রমেশ তামিলমানি। প্রযোজনা করেছে Virsu Studios এবং Midas Deals […]