Pak Horror: হাসপাতালের ছাদে ২০০ পচাগলা নগ্ন দেহের স্তূপ! পাশতুন বা বালোচ বিদ্রোহীদের গুম খুনের অভিযোগ
![pak](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/10/pak.jpg)
পাকিস্তানের (Pakistan) সরকারি হাসপাতালের ছাদে মিলল অসংখ্য নগ্ন পচাগলা দেহ! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেদেশের পঞ্জাব প্রদেশে (Punjab province)। ইতিমধ্যেই ওই প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি ৬ সদস্যের একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করেছেন। সংবাদ সংস্থা এএনআইকে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা চৌধুরি জামান গুজ্জর জানিয়েছেন, তিনি হাসপাতাল পরিদর্শন করছিলেন। সেই সময় এক ব্যক্তি এসে তাঁকে বলেন, ‘‘আপনি […]