দিদি ঝড়ে দিশেহারা বিরোধীরা, ভাঙল অধিকারী-গড়, শুভেন্দুর ওয়ার্ডেই হার বিজেপির
কেবল তৃণমূল আর তৃণমূল। অন্যদের সেই অর্থে নাম নিশানা পর্যন্ত নেই। দিদি ঝরে ছত্রখান বিরোধীরা।তর্জন-গর্জনই সার। কাঁথি পুরসভায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল অধিকারী গড়। একদা দোর্দণ্ডপ্রতাপ শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর কাঁথিতে লজ্জার হার বিজেপির।গেরুয়া শিবির লড়াইয়ে থাকা তো দূরের কথা সম্মানজনক ফলও করতে পারল না। কাঁথির ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, […]