UK: যাবজ্জীবন সাজা খাটা ধর্ষক ও খুনিদের বিয়ে করতে পারবে না, আসছে আইন
ধর্ষণ ও খুনের মতো অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতরা বিয়ে করতে পারবে না। আইন আনতে চলেছে ব্রিটেন (UK)। আগামী সপ্তাহেই এই বিল পেশ হতে পারে। ডাউনিং স্ট্রিট (Downing Street) মনে করেছে এই বিল পাশ করাতে অসুবিধা হবে না। আইন সচিব ডমিনিক রাবের এই বিলে বলা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত খুনি ও ধর্ষকরা কখনও বিয়ে করতে পারবে […]