Uttarpardesh: ভিন ধর্মে প্রেম, মুসলিম প্রেমিকের বাড়িতে আগুন হিন্দুত্ববাদী সংগঠনের
ভিন ধর্মে প্রেমের ঘটনার জের। প্রেমিকের বাড়িতে আগুন ধরিয়ে দিল উন্মত্ত জনতা। ঘটনাটি ঘটেছে আগ্রাতে। ওই যুবকের নাম সাজিদ। আগ্রার রুনাক্তা এলাকায় তাঁর একটি জিম রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাঝে নিরুদ্দেশ হয়ে যান ওই যুবক ও যুবতী। এর দু’দিন পর ২২ বছরের যুবতীর খোঁজ মেলে। তবে সাজিদ এখনও নিরুদ্দেশ। স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন ‘ধরম জাগরণ […]