Lok Sabha Elections 2024: ইউসুফ-আসাদুদ্দিন, ইকরা – সাজদা; লোকসভা নির্বাচনে ৭৮ মুসলিম প্রার্থীর মধ্যে সংসদে কারা?
অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের টিকিটে মোট ৭৮ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের মধ্যে জয়ী হয়েছেন ২৪ জন। তৃণমূলের ইউসুফ পাঠান, ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি, সমাজবাদী পার্টি (এসপি)-র যুবনেত্রী ইকরা চৌধুরী এই তালিকায় উল্লেখযোগ্য। রয়েছেন উত্তরপ্রদেশের মৃত প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির দাদা আফজলও। জয়ী মুসলিম প্রার্থী ১। ইকরা চৌধুরি […]